পার্থেনিয়াম একটি বিষাক্ত উদ্ভিদ, যা মানুষের ক্ষতি করে। এই কথা মাথায় রেখেই গোসাইরহাট এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা নেমে পড়লেন সেই বিষাক্ত উদ্ভিদ দমনে।

এদিন, গোসাইরহাট-শীতলকুচী সড়কের মধ্যে অবস্থিত খুটামরা সেতুর দুই ধারে গজিয়ে ওঠা বিষাক্ত পার্থেনিয়াম গাছ কেটে পরিষ্কার করলেন গোসাইরহাট এলাকার শুভবুদ্ধিসম্পন্ন ব‍্যক্তিরা। সকালে কাজে নেমে পড়েন শিক্ষক শ্রী তপেন্দু নারায়ণ রায়,দীপক চন্দ্র বর্মনেরা। তাদের সাথে সাথ মিলিয়েছেন ধরণী বর্মন, পীযূষ বর্মন ও সঞ্জয় বর্মন।

পার্থেনিয়ামের ক্ষতি থেকে পরিবেশ ও মানুষ, গবাদিপশুকে বাঁচাতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারা।