এয়ারটেল, জিও-এর পর ভোডাফোন গ্রাহকদের জন্য এল দুর্দান্ত অফার। করোনা আবহে ঘরবন্দি সময় কাটাতে নেট পাড়ায় মাথা গুঁজে। অনেকে আবার ওয়ার্ক ফর্ম হোমে নেটের পরিষেবা জরুরী। এবার তাঁদের জন্য নিয়ে এলো দুর্দান্ত ডেটা অফার ২৫১ টাকায় ৫০ জিবি ডেটা আর ৯৮ টাকায় ১২ জিবি ডেটা।
- ২৫১ টাকা ডেটা প্যাক- এই প্যাকে বেস প্ল্যানের উপরে 50GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। নতুন ডেটা প্যাকের ভ্যালিডিটি 30 দিন।
- 98 টাকা ডেটা প্যাক- 98 টাকায় দ্বিগুণ ডেটা দিতে শুরু করেছে Vodafone Idea। এবার থেকে 98 টাকা রিচার্জে 12GB ডেটা ব্যবহার করতে পারবেন Vodafone Idea প্রিপেড গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
- আপাতত নির্বাচিত সার্কেলের Vodafone Idea গ্রাগকরা এই সুবিধা পাবেন। অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরালা, মুম্বই এবং উত্তর প্রদেশ (ইউপি) পূর্ব সার্কেলের গ্রাহকরা আপাতত 98 টাকা রিচার্জে দ্বিগুণ ডেটার সুবিধা পাবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊