দর্শকের প্রশংসায় উচ্ছ্বসিত "পৃথিবী বড়োই শান্ত"
কথায় আছে জীবন বাঁচাতে মানুষ কি না করতে চায়! আর তেমন এক পরিস্থিতি তৈরি হল এই ২০২০ সালে। বলা যেতে পারে মানুষের জীবন নিয়ে টানাপোড়েন। মৃত্যুর সাথে নিজেদের লড়াই প্রতিটি মুহূর্তে। বছরের শুরুতে কোভিড - ১৯। সবাই গৃহবন্দী। তারপর আমফান। মানুষের জীবন বিপদগ্রস্ত। কিন্তু কিভাবে দিন কাটছে ক্রিয়েটিভ মানুষদের? তারা তো দর্শকদের আনন্দ দিয়ে জীবনে বাঁচে। আর তাই ক্রিয়েটিভ মানুষরা নানারকম মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম তৈরি করছেন বাড়িতে বসে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য৷ আর তেমন এক গল্প মুক্তি পেল সম্প্রতি।
Renaissance Production এর ব্যানারে মুক্তি পেল "পৃথিবী বড়োই শান্ত"। ভিডিওটিতে অভিনয় করেছেন আরজে আরিয়ান, অর্পিতা চ্যাটার্জি, সম্রাট বিশ্বাস, দেবানিক জোয়ারদার, শুভাঙ্কী ধর, অনিমেষ চক্রবর্তী, আর্শি, প্রবন বৈরাগী, তন্ময় চন্দ্র, সুমনা গুহ, কৌশিক চ্যাটার্জি, অজিতাভ বরাট, সৈকত চট্টোপাধ্যায়, রন, সৌমিল ভট্টাচার্য, অর্পিতা রায়, নন্দিনী সরকার, সুমিত গুহ, তমাল চক্রবর্তী, কৃষ্ণেন্দু পাত্র, কৌশিক ভট্টাচার্য, ইন্দ্রজিৎ কানুনগো। কবিতা লিখেছেন সমীর মুখার্জি। ভাবনা ও তত্বাবধানে ছিলেন হিয়া জোয়ারদার। এডিটিং করেছেন নীলাঞ্জন জোয়ারদার। বর্তমান পরিস্থিতিতে আশার আলো জাগাতে এই প্রয়াস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊