দীর্ঘ সাত বছর ধরে বন্ধ থাকা আপার প্রাইমারি প্রার্থীরা অনবরত তাঁদের স্বপ্ন সফলের চেষ্টা বিধায়ক, মন্ত্রী, মহকুমা শাসক, জেলা শাসক ও সংসদের দরজায় দরজায় ঘুরছে। একের পর এক রাজ্যের বিভিন্ন জেলায় বিধায়ক, সাংসদ, মহকুমা শাসক, জেলা শাসককের নিকট ডেপুটেশন দিয়ে তাঁদের সাত বছরের বঞ্চনার ব্যাথা সরকারের কাছে পৌঁছানোর জন্য ব্রতী হয়েছে। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ফর্ম পূরণ শুরু করে দীর্ঘ সাত বছর অতিক্রম হলেও সম্পন্ন হয়নি নিয়োগ প্রক্রিয়া। এর মাঝেই বহু পরীক্ষার্থী হতাশায় অন্যপথ বেছে নিয়েছে আবার বহু পরীক্ষার্থী এই আশায় বসে রয়েছে। 

এদিন, মালদা জেলার কালিয়াচক ৩ বৈষ্ণব বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বাধীন সরকারকে প্রার্থীরা ডেপুটেশন দেন। তাঁদের কথায় দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হোক। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ উদ্যোগে সারা রাজ্যের জেলা গুলোতে এই ডেপুটেশন কর্মসূচী আরম্ভ হয়েছে।