রাজ্য- রাজ্যপাল সংঘাত প্রথম থেকেই প্রকাশ্যে এসেছে। একে একে করোনা, আম্ফান, রেশন থেকে একাধিক বিষয়ে রাজ্য- রাজ্যপাল সংঘাত অব্যাহত। এর মধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও রাজ্যপাল জগদীপ ধনেকড় টুইট যুদ্ধ আরও একবার রাজ্য ক্ষমতাসীন সরকার ও রাজ্যপালের সংঘাত প্রকাশ্যে নিয়ে এল। 

প্রথমে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ট্যুইটে লেখেন, রাজ্য সরকার করোনা, উমপুন এবং পরিযায়ী শ্রমিক সমস্যা যখন মসৃণভাবে সামলাচ্ছে, তখন রাজ্যপাল বিজেপির হয়ে আক্রমণ করছেন। মনে রাখা দরকার, পচা আপেল গাছ থেকে পড়ে বেশি দূরে যেতে পারে না।

পাল্টা ট্যুইটে রাজ্যপাল লেখেন, মহুয়া মৈত্র, তাঁর নিজের সরকারের বিরুদ্ধে যে ধারাল তিরগুলি নির্দিষ্ট লক্ষ্যে ছুড়েছিলেন, সেগুলি প্রাণঘাতী ছিল। সেগুলি পঞ্চায়েতের পুকুর চুরি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। ত্রিস্তর পঞ্চায়েতে ‘কাট মানি’-র কথা আবার মনে করিয়েছে। যা সর্বত্র বিরাজমান। পঞ্চায়েতের দুর্নীতি সামনে এনে নিজে এখন বেকায়দায় পড়েছেন। আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা পঞ্চায়েতের চুরি সকলের নজরে এনে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহ পেতে চাইছেন। রাজ্যপালকে আক্রমণ কি সেজন্যই ??? তবে এমন অসহায় অবস্থায় আপনি একা নন, আপনার মতো যোগ্য নেতা-নেত্রীদের বন্দিদশা দেখে অবাক হই।

এর জবাবে রাজ্যপালকে আঙ্কলজি সম্বোধন করে মহুয়া মৈত্র ট্যুইট করে বলেন, তিনটি বিষয় রয়েছে। এক, কার হাতে কতটা রক্ত লেগে রয়েছে, তা বিচার করে বিজেপি নেতা নির্বাচন করে। তৃণমূল কংগ্রেস কঠোর পরিশ্রমে বিশ্বাসী। দুই, আইনজীবী হিসেবে আপনার কেরিয়ার খুব উজ্বল নয়। আর যাই হোক, অন্তত রাজভবনের মর্যাদাটুকু রাখার চেষ্টা করুন। তিন, পরের রাজস্থান ভোটে আপনি সবসময়ই লড়তে পারবেন। নিজেকে সুস্থ রাখুন।