করোনা সংক্রমণের জেরে দীর্ঘ লক ডাউনে কর্মহীন মানুষ পেটের জ্বালায় ছুটে বেড়িয়েছে। সমাজের অসহায় দুঃস্থ মানুষেরা একবেলার খাবার জোটাতেও ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন সংগঠন তাঁদের পাশে দাঁড়িয়েছে। সরকারি রেশন ব্যবস্থা ও সংগঠনের সহায়তায় কিছু দিন চললেও আবারও ফিরতে হয় সেই দুর্দশায়। এদিকে ধীরে ধীরে লক ডাউন উঠতে শুরু করলেও এখনও পুরোপুরি সচল হয়নি তাঁদের জীবন। 

এই লকডাউনে কর্মহীন এবং দুঃস্থদের সাহায্যের জন্য এবার এগিয়ে এলো আলিপুরদুয়ার কলেজ ও আলিপুরদুয়ার মহিলা কলেজের চার পড়ুয়া। রবিবার রাজাভাতখাওয়ার দিপুবস্তি এবং গারোপাড়ায় নিজেদের জমানো হাত খরচের টাকা দিয়ে খাদ্য সামগ্রী বিলি করে ওরা। ওই চার ছাত্রী- ওয়েন্দ্রিলা,সপ্তশিখা,তানিয়া ও সপ্তদীপারা।  

এদিন মুড়ি,বিস্কুট,কেক,প্যাকেটের দুধ সহ নানান শুকনো খাওয়ার বিলি করে এই এলাকার দুস্থ মানুষের মধ্যে। তাদের উদ্যোগকে সমর্থন জানিয়ে সাহায্য করে পরিবারগুলি ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা জানিয়েছে, সমাজের এই দুর্দিনে অসহায়, দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে বেস খুশি। 

এলাকার বিশিষ্টমহল তাঁদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।