অসহায় শিশুদের শিক্ষা সামগ্রী দিয়ে তাদের পাশে দাড়াল বৈশাখী উৎসব কমিটি

করোনা এবং লকাডাউনে জন জীবন বিশাল সংকটময় অবস্থাতে রয়েছে প্রায় সকেলরই। বিশেষ করে বিভিন্ন এলাকায় দিন আনা দিন খাওয়া মানুষের অবস্থা খুবই খারাপ। এই সকল লোকেদের শিশুদের শিক্ষা ব্যাবস্থাও বিপদগ্রস্থ। এদের কথা চিন্তা করে গতকাল অশোকনগর 'বৈশাখী উৎসব কমিটি'র পক্ষ থেকে অশোকনগর কল্যানগর পৌরসভা এলাকার সুকান্ত পল্লী, নবজীবন পল্লী, রেল কলোনী, আশ্রাফাবাদ অঞ্চল গুলিতে শিশুদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হল।

লক ডাউন পর থেকে খাদ্য সামগ্রী ও জীবন দায়ী ওষুধ বিতরন করে চলেছে এই সংস্থা। এমনকী এই দুঃসময়ে সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা পৌঁছে দিচ্ছে এবং কিছুদিন আগেই স্বেচ্ছায় রক্তদান শিবির করেছে পৌর এলাকার মধ্যে। এবার আগামী প্রজন্মের কথা চিন্তা করে শিশুদের শিক্ষার দিকে নজর দিতে তারা এগিয়ে আসলো।

গতকাল ১৫০ জন শিশুকে খাতা, পেন, পেন্সিল, রাবার, কলা, বিস্কুট ইত্যাদি জিনিস দিয়ে তাদের পাশে দাড়াল এবং যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরন করল এবং তারা নিজে হাতে তা পরিয়ে দিল। বৈশাখী উৎসব কমিটি'র আহবায়ক দেবাশীষ মজুমদারের কথাতে 'আগামী দিনে হয়তো আমাদের করোনা নিয়েই বাচতে হবে, কিন্তু এই শিশুদের মধ্যে থেকে অনেকেই আগামী দিনে ডাক্তার, পুলিস, ইঞ্জিনিয়ার তৈরী হবে। তাদের উৎসাহ দিতেই তাদের এই উদ্যোগ।' তবে তাদের কর্মকাণ্ডে শিশুদের অভিভাবকরা ভীষনভাবে খুশি বলে জানিয়েছেন।