Latest News

6/recent/ticker-posts

Ad Code

অগাস্ট-সেপ্টেম্বরে ভারতে সংক্রমণ শিখর স্পর্শ করবে বলে আশঙ্কা এইমসের ডিরেক্টরের


করোনার ভয়াল কোপে সারা বিশ্ব। দিনের পর দিন লক ডাউন চলার পরেও বাগে আসেনি করোনা। লাগাতার ভারতে করোনা সংক্রমণ একের একের রেকর্ড ছাপিয়ে চলছেই। বাড়ছে মৃত্যুও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ভারতে করোনা বিস্ফোরণ এখনও ঘটেনি তবে ঝুঁকি রয়েছে বলেই জানিয়েছিল। ভারতে গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎই সংক্রমণ বেড়েছে। বাড়ছে উদ্বেগ। প্রতিদিন আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। এদিকে, অগাস্ট-সেপ্টেম্বরে ভারতে সংক্রমণ শিখর স্পর্শ করবে বলে জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া।

শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেছেন, “ভারতে এখনও করোনা ভাইরাসের শিখর আসেনি। আগামী ২-৩ মাসের মধ্যে তা আসতে পারে। আমরা আশা করতে পারি অগাস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে শিখর দেখতে পাব। তারপরেই সংক্রমণ কমতে থাকবে।” সংক্রমণ ছড়ালেও কোথাও গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি বলেই জানিয়েছেন ডক্টর গুলেরিয়া। 

তিনি আরও বলেন, “দেশজুড়ে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। কারণ তাহলে গোটা দেশের সব রাজ্যে সমানভাবে আক্রান্ত দেখা যেত। কিন্তু এখানে তা হয়েছে ক্লাস্টার অনুযায়ী। কয়েকটি রাজ্যেই আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। তবে হটস্পট এলাকাতে গোষ্ঠী সংক্রমণ ছড়াতে পারে।”


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code