আপনি কি মহাকাশ নিয়ে খুবই উৎসাহী, প্রতি রাতে আকাশ দেখতে ভালোবাসেন, অজানা তথ্য সংগ্রহে আগ্রহী, তাহলে আপনার জন্য রয়েছে একটা ভালো খবর, এই জুন মাস ধরে একটু ভোরে ঘুম থেকে উঠুন আর আকাশ পর্যবেক্ষণ করুন।

দেখতে পাবেন আকাশে জ্বলজ্বল করছে তিনটি গ্রহ বৃহস্পতি, শনি ও মঙ্গল।

করোনার আবহে কমেছে দূষণের মাত্রা তাই আকাশে স্পষ্ট পর্যবেক্ষণ করা যাচ্ছে এই তিন গ্রহ কে। আর যদি আপনার কাছে থেকে থাকে টেলিস্কোপ তাহলে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে নিন এই তিন গ্রহকে। ভোরের আকাশে এই তিনটি গ্রহের মধ্যে সবথেকে ভালো পর্যবেক্ষণ করা যাচ্ছে লাল গ্রহ মঙ্গলকে। এই লাল গ্রহকে আরও উজ্জ্বলভাবে দেখা যাবে ১৩ই জুন ভোরে। পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব প্রায় ৯৪ মিলিয়ন মাইল সেই দূরত্ব কমে এ মাসে ৭৬ মিলিয়ন মাইলের মধ্যে চলে আসবে আর তাতে এর ঔজ্জ্বল্য পৃথিবী থেকে সহজেই দৃশ্যমান হবে।