করোনায় বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়াতে AIDSO আয়োজন করল 'বিনা পয়সার বাজার'

মৃগাঙ্ক সরকার, দিনহাটা, ১১ জুন ২০২০: করোনা অতিমারীতে লকডাউনের ফলে বিপর্যস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে "বিনা পয়সার বাজার" এর আয়োজন করে AIDSO। তাদের দাবি এই লকডাউন কেন্দ্রীয় সরকারের একটি অপরিকল্পিত নির্দেশ। 

 AIDSO তুফানগঞ্জ মহকুমা কমিটির পক্ষ থেকে সুব্রত চৌধুরী স্মৃতি পাঠাগারে  "বিনা পয়সার বাজার" এ ৬০ টি দুঃস্থ পরিবারের হাতে   নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল ,নুন, বিস্কুট, চিনি ও শাখ সব্জী ) তুলে দেওয়া হল । এই "বিনা পয়সার বাজার " এর উদ্বোধন করেন গণ আন্দোলনের বিশিষ্ট নেতা ও  প্রাক্তন সাংসদ কমরেড দেবেন্দ্র নাথ বর্মন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য কমরেড অর্জুন বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা কমিটির সভাপতি রমাকান্ত সরকার, সম্পাদক শিবু রায় সহ অন্যান্য সদস্য বৃন্দ।