শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের দাবি নাগরিকের মৌলিক অধিকার নয়৷ বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে আবারও পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ 


তামিলনাড়ুর মেডিক্যাল কলেজগুলিতে ওবিসি প্রার্থীদের সংরক্ষণের দাবিতে করা একটি মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ এ দিন স্পষ্ট জানিয়ে দিল, চাকরি বা শিক্ষায় সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না৷


টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানাযায়- তামিলনাড়ু মেডিক্যাল কলেজে ওবিসি কোটায় ভর্তি নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল৷ মেডিক্যাল কলেজে ওবিসি কোটায় আসন না থাকায়, মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে শীর্ষ আদালতে গিয়েছিলেন কয়েকজন ওবিসি প্রার্থী৷ 


এদিন বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ পরিষ্কার ভাবে জানিয়ে দেয়, সংরক্ষণ কারও মৌলিক অধিকার নয়৷ তাই কোটার সুবিধে না পেলে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা যাবে না। 



সিপিআই, ডিএমকে-র কিছু নেতা তামিলনাড়ুর মেডিক্যাল কলেজগুলিতে ৫০ শতাংশ ওবিসি-দের জন্য সংরক্ষণের দাবিতে মামলা দায়ের করেন৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে কোটার বিষয়ে সাংবিধানিক অধিকারের বিষয়টি স্পষ্ট করে দেয় সর্বোচ্চ আদালত৷



তাদের দাবি ছিল, তামিলনাড়ুর আইন অনুযায়ী ওবিসি প্রার্থীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে৷ কিন্তু মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে সে নিয়ম মানা হয়নি৷ ওবিসিদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ না দেওয়ায় শীর্ষ আদালতে পিটিশন দায়ের করেছিল ডিএমকে এবং সিপিআই-ও৷ 


প্রসঙ্গত কিছুদিন আগে উত্তরখণ্ডের পূর্ত দপ্তরে সহকারী ইঞ্জিনিয়ার পদে SC ও ST প্রার্থীদের পদোন্নতি দেওয়ার বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়। বেশ কিছু সরকারি কর্মী সংরক্ষণ দেওয়ার জন্য আবেদন জানালেও তাতে সম্মতি দেয়নি রাজ্য প্রশাসন। এরপরই এই বিষয়ে বেশ কয়েকটি মামলা দায়ের হয় উত্তরাখণ্ড হাই কোর্টে। উভয় তরফের বক্তব্য শোনার পর সংরক্ষণ চালুর পক্ষে রায় দিয়েছিল আদালত।  হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় উত্তরাখণ্ডের বিজেপি সরকার।


এই সংক্রান্ত একগুচ্ছ মামলার একসঙ্গে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টে। আর তাতে পরিষ্কার বলে দেয়, সরকারি চাকরি ও প্রমোশনের জন্য সংরক্ষণের দাবি জানানোর বিষয়টি কখনই মৌলিক অধিকার হিসেবে পরিগণিত হতে পারে না। কোনও আদালতই এবিষয়ে সরকারকে নির্দেশ দিতে পারে না। সংবিধানের ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চাকরিতে বা প্রমোশনের ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া হবে কিনা তা সম্পূর্ণ রাজ্যের এক্তিয়ারভুক্ত।