দীর্ঘদিন TET Certificate Court Case মামলা কলকাতা হাইকোর্টে চলার পর অবশেষে গত ৮ ই এপ্রিল ২০১৯ সালে আদালত নিজের রায় দেয়। সেখানে স্পষ্ট ভাবে আদালত জানিয়ে দেয় টেট পাস ক্যান্ডিডেটদের এই টেট সার্টিফিকেট দিতে হবে এবং তা আগামী ২ মাসের মধ্যে দিতে হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই সার্টিফিকেট মিলেনি বলে অভিযোগ জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।


পরবর্তীতে মামলাটি রাজ্য সরকার ডিভিসন বেঞ্চে ফাইল করেছে। কিন্তু এই মামলাটির কোনও অগ্রগতি না হওয়ায় মামলাকারীরা সরাসরি কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে ইমেইল করে দীর্ঘদিন ধরে ডিভিশান বেঞ্চে ঝুলে থাকা প্রাথমিক টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত মামলাটির দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন বলে সূত্রের খবর।