পরিবেশ বন্ধু নিয়োগ করতে চলেছে WBMSC. সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরিবেশবন্ধু পদে মোট ৯০ জন কর্মী নিয়োগ সহ ৩ টি পদে ডোম নিয়োগ করা হবে । 

কেবলমাত্র পশ্চিমবঙ্গ মিউনিসিপল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে । নারী-পুরুষ নির্বিশেষে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন ।


পদের নামঃ পরিবেশ বন্ধু
শিক্ষাগত যোগ্যতাঃ শারীরিক ভাবে সক্ষম, শক্তিশালী হতে হবে। 
বয়সঃ ১ জানুয়ারি,২০২০ হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। 
বেতনঃ পে লেভেল ১ 
ক্যাটাগড়ি অনুসারে শূণ্যপদঃ UR-39, UR (MSP)-02, UR (ESM)-04, UR (PWD)-03, SC-19, SC (ESM)-02, ST-04, ST (ESM)-01, OBC-A-08, OBC-A (ESM)-01, OBC–B-06, OBC-B (ESM)-01 .

পদের নামঃ ডোম
পদের নামঃ পরিবেশ বন্ধু
শিক্ষাগত যোগ্যতাঃ শারীরিক ভাবে সক্ষম, শক্তিশালী হতে হবে। 
বয়সঃ ১ জানুয়ারি,২০২০ হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। 
বেতনঃ পে লেভেল ১ 
ক্যাটাগড়ি অনুসারে শূণ্যপদঃ UR-02, SC-01 


আবেদনের জন্য VISIT করুন- https://www.mscwb.org/ 

আবেদনের শেষ তারিখ ঃ ৩০-৬-২০২০