ঘূর্ণিঝড় আমফানে তছনছ হয় রাজ্যের একাধিক এলাকা। বিশেষত বিপর্যস্ত হয় দক্ষিনবঙ্গ। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির উদ্যোগ নেয় রাজ্য সরকার। তবে ত্রাণ বণ্টনের শুরু থেকেই সেই ত্রাণ বণ্টনে অনিয়মের অভিযোগ তোলে রাজ্যের একাধিক বিরোধী রাজনৈতিক দল। বাম, কংগ্রেস থেকে শুরু করে বিজেপি নেতারা শাসকদল তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব হন। এদিন রাজ্যপালও একই অভিযোগ তুলে তোপ দাগেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘূর্ণিঝড় আমফান বিধ্বস্ত এলাকাগুলিতে ত্রাণ বণ্টন নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যে ত্রাণ বণ্টনে স্বজনপোষণ চালাচ্ছে সরকার, এমনই অভিযোগ রাজ্যপালের।

টুইট করে তিনি জানান, 'আমফানে ত্রাণ বিলি নিয়ে রাজ্য সরকার নির্লজ্জের মতো দুর্নীতি চালাচ্ছে। শাসকদলের নেতা ঘনিষ্ঠরা ত্রাণ পাচ্ছেন। প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হচ্ছেন। ত্রাণ বিলিতে স্বজনপোষণ চলছে রাজ্যে।'