অটল পেনশন যোজনা একটি সোশ্যাল সিকিওরিটি স্কিম । এই যোজনায় অসংগঠিত সেক্টরের কর্মীরা ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন প্রতি মাসে । ১৮ থেকে ৪০ বছরের যে কোনও ব্যক্তি অটল পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন ।
অসংগঠিত সেক্টরের কর্মীদের-
- ২৫ বছরের ব্যক্তিকে এই যোজনায় প্রতি মাসে ৩৭৬ টাকা ইনভেস্ট করতে হবে ।
- ২৫ বছর থেকে ইনভেস্ট করা শুরু করলে ৬০ বছর বয়সে গিয়ে ৫০০০ টাকা পেনশন পাবেন ।
- ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 80C অনুযায়ী ট্যাক্স ছাড়ও মিলবে ।
কেন্দ্র সরকারের পেনশন স্কিম অটল পেনশন যোজনায় অটো ডেবিটের উপর দেওয়া ছাড়ের মেয়াদ শেষ হতে চলেছে ৩০ জুন । কিন্তু চিন্তা নেই, ১লা জুলাই থেকে আবারও একবার অটো ডেবিটের উপর ছাড় দেওয়া হবে বলে জানা গেছে। ই-মেলের মাধ্যমে সেই খবর পৌঁছে দিয়েছে গ্রাহকদের।
১১ এপ্রিল পেনশন ফান্ড রেগুলেটারি অ্যান্ড ডেভেলপমন্ট অথোরিটি (PFRDA) ব্যাঙ্কগুলিকে APY এর জন্য অটো ডেবিট ৩০ জুন পর্যন্ত আটকে রাখতে নির্দেশ দিয়েছিল এর জন্যই।
PFRDA এর তরফে সাবস্ক্রাইবারদের এও জানানো হয়, ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত যদি কারও পেনশন স্কিম অ্যাকাউন্ট রেগুলারাইজড না হয়ে থাকে তাহলেও তাঁদের থেকে কোনও পেনাল্টি নেওয়া হবে না।
সাধারণত এই স্কিমে দেরি করে টাকা জমা দিলে পেনাল্টি নেওয়া হয়ে থাকে । তবে এবার আর পেনাল্টি দিতে হবে না।
অটল পেনশন যোজনার ওয়েবসাইট অনুযায়ী, যে হিসেবে পেনাল্টি নেওয়া হয় তা হল--
- ১০০ টাকা প্রতি মাসের যোগদানে ১ টাকা পেনাল্টি
- ১০১ টাকা থেকে ৫০০ টাকা প্রতি মাসের ক্ষেত্রে ২ টাকা পেনাল্টি
- ৫০১ থেকে ১০০০ টাকা প্রতি মাসের যোগদানে ৫ টাকার পেনাল্টি
- ১০০১ টাকার বেশি যোগদানে প্রতি মাসে পেনাল্টি ১০ টাকা
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊