SER-23, বাঁকুড়া,২১জুন:

লক ডাউনের কারণে পথদুর্ঘটনায় মৃত্যুর হার কমলেও, ফের পথদুর্ঘটনা মাথা চাড়া দিয়ে উঠেছে বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে ।

বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মধ্যে রয়েছে গঙ্গাজলঘাটি বাজার। আর এই বাজারেই আজ সকাল নাগাদ মাছ কিনতে এসে একটি দশ চাকা ডাম্পার পিষে দেয় এক মৎস্য ব্যবসায়ীকে।    স্থানীয় সূত্রে জানাযায় গঙ্গাজলঘাটির জামগাড়ি গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের দিলীপ কর্মকার  সকালবেলায় গঙ্গাজলঘাটি বাজারে মাছের আড়তে মাছ কিনতে এলে দুর্ঘটনার কবলে পড়েন। পাথর বোঝাই একটি ১০ চাকার ডাম্পার ঐ মৎস্য ব্যবসায়ীকে রাস্তা পারাপারের সময় পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হন। তড়িঘড়ি তাকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাস্তাতেই মৃত্যু হয় ওই মৎস্য ব্যবসায়ীর। ঘাতক গাড়িটিকে আটক করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। যদিও ডাম্পারের চালক ও খালাসি পলাতক।

স্থানীয় বাসিন্দাদের দাবি গঙ্গাজলঘাটি  বাজারে  জাতীয় সড়কের ধারে মাছের আড়ত থাকায় সকাল থেকেই ভিড় জমতে শুরু করে জাতীয় সড়কের উপর। আর এই ভিড়ের কারণে প্রতিনিয়ত ঘটে চলেছে এমন ধরনের দুর্ঘটনা।  প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দাদের দাবি, জাতীয় সড়কের থেকে  অন্য কোনো ফাঁকা জায়গায় যেন স্থানান্তরিত করা হয় গঙ্গাজলঘাঁটির এই মাছের বাজারটিকে ।