অল্প খরচে বেশি ডেটা, দেখুন AIRTEL, JIO ও VODAFONE এর প্ল্যান -
জিও
৩৪৯ টাকার প্ল্যান
জিও-র ৩৪৯ এবং ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে থাকছে প্রতিদিন ৩ জিবি করে ফোর জি ডেটা । ৩৪৯টাকার রিচার্জ ২৮ দিনের জন্য বৈধ । এর পাশাপাশি 'জিও টু জিও' আনলিমিটেড কলিং। ১০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা ।
৯৯৯টাকার প্ল্যান
৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে থাকছে প্রতিদিন ৩ জিবি করে ফোর জি ডেটা । ৩৪৯টাকার রিচার্জ ২৮ দিনের জন্য বৈধ এবং ৯৯৯ টাকার রিচার্জ ভ্যালিড ৮৪ দিনের জন্য । এর পাশাপাশি 'জিও টু জিও' আনলিমিটেড কলিং। ৯৯৯ টাকার রিচার্জে ৩০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা ।
এয়ারটেল
৩৯৮ টাকার প্ল্যান
এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যানে প্রতিদিন ৩জিবি করে ডেটা পাওয়া যাবে । ১০০ এসএমএস ফ্রি, সঙ্গে আনলিমিটেড কলিং। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
ভোডাফোন
৩৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের। এতে প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি পাবেন আপনি। আর প্রতিদিন ১.৫ জিবি + ১.৫ জিবি ডেটা। এছাড়া আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊