প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরেই তিনি জানান তালিবান আন্দোলনকে তিনি সমর্থন করেন। কারণ তাঁর সাথে মতের মিল রয়েছে তালিবান আন্দোলনের। এবার ভরা পার্লামেন্টে তিনি কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনকে 'শহীদ' বললেন তিনি।
বৃহস্পতিবার ইমরানের এমন লাদেন-প্রীতিতে স্তম্ভিত সকলেই। পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বিশ্বের চোখে কুখ্যাত একজন জঙ্গিকে 'শহীদ' বলায় নিন্দার ঝড় সর্বত্র। এ দিন পাকিস্তানকে অস্বস্তিতে ফেলেছে, অতীতের এমন কিছু ঘটনার কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিলেন ইমরান৷ সেই সময়ই তিনি ওসামার প্রসঙ্গ টানেন৷
তিনি বলেন, 'আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকাকে সাহায্য করেছিলাম৷ এর জন্য পাকিস্তানকে চরম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে৷ আমি বুঝতে পারি না, একটি দেশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েও তাকে হেনস্থা হতে হয়৷ যদি আমেরিকা আফগানিস্তানে ব্যর্থ হত, তার দায় পাকিস্তানের উপরেও চাপত৷ দু’টি ঘটনায় সবচেয়ে বেশি অপদস্থ হতে হয়েছে পাকিস্তানকে৷ প্রথম, আমেরিকানরা আমাদের না জানিয়ে দেশের মাটিতে ঢুকে ওসামা বিন লাদেনকে শহিদ করেছে৷ তারপর কী হল, গোটা বিশ্ব আমাদের অপব্যবহার করল৷ আমাদের সঙ্গী আমাদের না জানিয়ে পাকিস্তানে ঢুকে একজনকে মেরে দিয়ে গেল৷ দ্বিতীয়, আমেরিকার যুদ্ধে ৭০ হাজারের বেশি পাকিস্তানির মৃত্যু হয়েছে৷'
Did Pakistan Prime Minister @ImranKhanPTI calls Global Terrorist Osama Bin Laden a ''Shaheed'' on Pak National Assembly ??@TarekFatah @amritabhinder @Sootradhar @abhijitmajumder @NAN_DINI_ @drmonika_langeh pic.twitter.com/QPzEOBypNM
— Sameera Khan (@SameeraKhan112) June 25, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊