• বাজ পড়ে একদিনে ৮৩জনের মৃত্যু 
  • মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর 

করোনা আবহের মাঝেই বাজ পড়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল বিহারে। একদিনে বাজ পড়ে ৮৩ জনের মৃত্যু। প্রথমে সংবাদমাধ্যম মৃতের সংখ্যা কম বললেও পরে সরকারের তরফে জানানো হয় ৮৩জন মৃত্যু হয়েছে। 

ঘটনার পরেই সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, বিহারের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হয় ৮৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কথা ঘোষণা করার পরেই, মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । 

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইটারে লিখেছেন, বৃষ্টি ও বজ্রপাতের ফলে বিহারে মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত। উত্তর প্রদেশেও এদিন বাজ পড়ে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আমি মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।