করোনার জেরে ফের থমকে গেল রেল পরিষেবা। জানা যাচ্ছে, আগামী আগস্টের মাঝ সময় পর্যন্ত রেল পরিষেবা বন্ধ থাকবে। সূত্রের খবর, যাঁরা অগ্রিম টিকিট বুকিং করেছিলেন, তাঁদের পুরো টাকা ফেরত দিতে সব জোনকে নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। এর আগে, ৩০ জুন পর্যন্ত রেল সব স্বাভাবিক পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, দেশের সব জোনকে টিকিট বাতিল করে গ্রাহকদের পুরো টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে মন্ত্রক। 

তবে ইতিমধ্যে চালু রয়েছে ২৩০টি দূরপাল্লার (মেল ও এক্সপ্রেস) ট্রেন। অধিকাংশই স্পেশাল ট্রেন হিসেবে পরিষেবা দিচ্ছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রয়োজনে আরও বেশি ট্রেনকে স্পেশাল হিসেবে চালানো যেতে পারে।

সম্প্রতি ১২০ দিন পর্যন্ত অ্যাডভান্সড টিকিট বুকিংয়ের সুবিধা চালু করেছিল রেল। বর্তমান নিয়ম অনুযায়ী, যদি রেল ট্রেন বাতিল করে তাহলে সেক্ষেত্রে যাত্রীদের আর টিকিট বাতিল করার প্রয়োজন হবে না। একইসঙ্গে, টিকিটের পুরো টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু হবে।