লাগাতার দাম বেড়েই চলছে পেট্রোল ডিজেলের। দেশের ইতিহাসে প্রথম বার ডিজেলের মূল্য লিটার প্রতি ৮০ টাকা পেরিয়ে গেলো।
টানা ১৯ দিন বাড়ল ডিজেলের দাম। দেশের রাজধানী দিল্লিতে, ডিজেলের দাম লিটারে ৮০ টাকা পার করল। এদিন দিল্লিতে লিটারপ্রতি ডিজেলের দাম ১৪ পয়সা বেড়ে হয়েছে ৮০.০২ টাকা।
এদিকে, পেট্রোলের দাম বেড়েছে লিটারে ১৬ পয়সা। দিল্লিতে বিগত ১৯ দিনে ডিজেলের মূল্য ১০.৬২ টাকা ও পেট্রোলের মোট খুচরো মূল্য ৮.৬৬ টাকা বেড়েছে।
কলকাতায় গত ১৯ দিনে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৮.৩১ টাকা ও ৯.৫৬ টাকা। কলকাতায় বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ৮১.৬১ টাকা ও ৭৫.১৮ টাকা।
ডিজেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব যে আমজনতার ওপর পড়বে, তা বলাই বাহুল্য। ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে, গণপরিবহণের খরচ বাড়বে। একইসঙ্গে বৃদ্ধি পাবে মুদ্রাস্ফীতি। দৈনন্দিন জীবনেও পড়বে ের প্রভাব। দাম বৃদ্ধি পাবে দৈনন্দিন জিনিসপত্র থেকে শুরু করে সবজি সব কিছুতেই। কৃষিক্ষেত্রেও এর প্রভাব পড়বে। গাড়ি বিক্রির ওপরও যথেষ্ট প্রভাব পড়বে। বিগত দিনে দেশের ইতিহাসে কখনই ডিজেলের মূল্য ৮০ টাকা পেরোয়নি। এই প্রথমবার। এই মূল্য বৃদ্ধির প্রভাব যে আপামর জন সাধারনকে হারে হারে বিপদে ফেলবে তা বলাই বাহুল্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊