দিনের পর দিন বাড়ছে করোনা সংক্রমণ। এদিকে লক ডাউন থেকে বেড়িয়ে আনলকে হেঁটেছে কেন্দ্র। তৈরি হয়নি প্রতিষেধক। এই সময় দেশবাসীকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এদিন মন কি বাত অনুষ্ঠানে মোদি বলেন, করোনাকে হারাতে হবে, একইসঙ্গে অর্থব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। মাস্ক পরতে হবে, দু গজ দূরত্ব বজায় রাখতে হবে। এটা না করলে আপনি অন্যদের বিপদে ফেলবেন। এই সময়ে বেপরোয়া আচরণ করবেন না। করোনা আমাদের জীবনযাত্রার ধরন পাল্টেছে।

তিনি বলেন, যে ভাবে একের পর এক ধ্বংস ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন মানুষ, তাতে অনেকেই এই বছর কেটে যাওয়ার অপেক্ষা করছেন। বলেন, ‘এখন দেশে আলোচনা চলছে, কবে কাটবে করোনা-সঙ্কট? সবাই চাইছেন যত তাড়াতাড়ি হোক, কাটুক এই বছর। ৬-৭ মাস আগে আমরা এই পরিস্থিতি হবে, জানতাম কি? ঘূর্ণিঝড়-পঙ্গপাল-ভূমিকম্পের মতো দুর্যোগও এসেছে।

তিনি মনে করিয়ে দেন, ‘সঙ্কট অতিক্রম করে আরও উজ্জ্বল হবে ভারত। ইতিহাস একই কথা বলছে। সঙ্কটের মধ্যে দেশে সৃজনপ্রক্রিয়া অটুট আছে। সঙ্কটের মধ্যেই দেশ এগিয়ে চলেছে। সবাই সংকল্প নিলে, সঙ্কটের বছরেই উন্নতির শীর্ষে পৌঁছাবে।

পাশাপাশি, এদিন তিনি লাদাখ ও ভারত-চিন সীমান্ত উত্তেজনা নিয়েও বলেন মন কি বাত- এ।