Latest News

6/recent/ticker-posts

Ad Code

আপার প্রাইমারির নিয়োগ নিয়ে রাজ্য জুড়ে MLA,MP,SDO,DM -দের ডেপুটেশন


আপার প্রাইমারির নিয়োগ নিয়ে দিনহাটার প্রার্থীরা এবার ডেপুটেশন দিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে। দীর্ঘ সাত বছর ধরে আটকে রয়েছে আপার প্রাইমারি নিয়োগের প্রক্রিয়া। অপেক্ষার যন্ত্রনা সহ্য করতে না পেরে অবশেষে ডেপুটেশন দিতে বাধ্য হলেন প্রার্থীরা। 

তাঁরা জানিয়েছেন, ২৪০০০ মেরিট প্যানেল ভুক্ত আপার প্রাইমারি প্রার্থী ও তাঁদের পরিবার প্রতিনিয়ত বঞ্চনার স্বীকার হচ্ছে। আজ দিনহাটার আপার প্রাইমারী উওীর্ণ প্রার্থীরা বিধায়ক উদয়ন গুহকে ডেপুটেশন প্রদান করলেন দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে। দীর্ঘ ৭ বছর আগে পরীক্ষা হলেও এখনও তা নিয়োগ করতে পারেনি রাজ্য সরকার । সরকার যাতে এই আপার প্রাইমারী উওীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ করে সেই জন্য সারা রাজ্যের MLA,MP,SDO,DM দের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।

পাশাপাশি, ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে আপার প্রাইমারি সংক্রান্ত নিয়োগের সংক্ষিপ্ত বৃত্তান্ত 
  • ২০১৪ - বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন জমাকরন 
  • ২০১৫- পরীক্ষা গ্রহন 
  • ২০১৬- লিখিত পরীক্ষার ফল প্রকাশ 
  • ২০১৮ - ডকুমেন্ট ভেরিফিকেশন 
  • ২০১৯- ইন্টারভিউ গ্রহণ ও মেরিটলিস্ট প্রকাশ পর্যন্ত নিয়োগ অসম্পূর্ণ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code