প্রীতম ভট্টাচার্য: করোনা সংক্রমণ ঠেকাতে লক ডাউন জারি হয়েছিল সারা দেশ জুড়ে, অন্যদিকে আমফান ঝড়ে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত, তছনছ হয়েছে সারা বাংলা । অনেক মানুষ তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন । এই সমস্ত প্রান্তিক সাধারণ মানুষের সহযোগীতায় এগিয়ে এসেছে নদীয়া জেলার কৃষ্ণনগরের ফেসবুক গ্রুফ কৃষ্ণনগর ঐকতান ও স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ইচ্ছে ।
.
এই সংগঠন দুটির উদ্যোগে নদীয়া জেলার কৃষ্ণনগরের কোম্পানি বাগানের পাশে নেতাজি কলোনিতে ৩০০ জন ও রেলপারের ৫০ জন মানুষের জন্য আজ একটি কমিউনিটি কিচেন খোলা হয় । দুটি সংগঠনের সদস্যবৃন্দরা সকাল থেকে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই শুরু করে তাদের কাজ । এলাকার মহিলারা একজোট হয়ে সহযোগিতা করেন রান্নায় ।
তাদের সহযোগীতায় ৩৫০ জন প্রান্তিক মানুষের একবেলার আহারের ব্যবস্থা করা হয় । উপস্থিত ছিলেন ফেসবুক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার যুবক সম্প্রদায় । সংগঠনের পক্ষ থেকে অরিন্দম দেব ও ভাস্বতী সিংহরায় যৌথ বিবৃতিতে জানান "এই এলাকার মানুষের নিজেদের বসতবাড়ি নেই। সরকারী জমিতেই তারা বসবাস করছেন এই সব প্রান্তিক মানুষের কথা ভেবেই এই উদ্যোগ" ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊