credit:mathavanga sdo fb

করোনা মহামারী চলছে সারা দেশ জুড়ে l আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, দু লক্ষের বেশি আক্রান্ত তবে স্বস্তির বিষয় হল এক লক্ষের বেশি আক্রান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন, মৃত্যু হারও অন্যান্য দেশ অপেক্ষা অনেক কম l

কেন্দ্র থেকে রাজ্য সরকার যুদ্ধ কালীন তৎপরতায় করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, সঙ্গে রয়েছে দেশবাসি l এই লড়াইয়ে এগিয়ে এসেছে ব্যক্তি থেকে সামাজিক সংস্থা ও ক্লাবগুলি l

সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিযায়ী শ্রমিকদের বাড়ী পৌঁছে দেওয়া, কিছু ক্ষেত্রে সাফল্য আসলেও এখনো বাকি অনেকটাই l

পরিযায়ী শ্রমিকদের দেখভাল, তাঁদের যাতে সংক্রমণ না হয় সে দিকে বিশেষ নজর দিতে হচ্ছে l এরকম অবস্থায় স্থানীয় প্রশাসন পাশে পেয়েছে স্থানীয় ক্লাবগুলিকে l এরকম দৃশ্য দেখা গেল মাথাভাঙ্গা মহকুমায় - মাথাভাঙ্গার মহকুমা প্রশাসনের অনুরোধে এগিয়ে এসেছে মাথাভাঙ্গার ক্লাব আজাদ হিন্দ সংঘ l নিউ চ্যাংড়াবান্ধা ও গোসকাডাঙ্গা নাকা চেকিং এলাকায় আগত পরিযায়ী শ্রমিকদের জন্য একদিনের মধ্যে তৈরী করে ফেলল কমিউনিটি কিচেন, এই কিচেন থেকে ১০, ০০০এর বেশি শ্রমিকদের খাবার সরবরাহ করা হচ্ছে l মাথাভাঙ্গা মহকুমা প্রশাসন থেকে আজাদ হিন্দ সংঘের সঞ্জয় বর্মন ও তাঁদের অন্যান্য সদস্যদের এই কাজের জন্য অভিনন্দন জানিয়েছেন l 

পরিযায়ী শ্রমিকরাও তাঁদের এই প্রচেষ্টায় খুশি l নিয়মিত জীবাণুমুক্ত করন, সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে আজাদ হিন্দ সংঘ এই সংকটকালে l তাঁদের এই উদ্যোগে খুশি মাথাভাঙ্গার বাসিন্দারা l