করোনার কোপে দেশ। দিনের পর দিন বাড়ছে সংক্রমণ বাড়ছে মৃতের সংখ্যাও। আজ কলকাতা পুলিশের উদ্যোগে করোনা যুদ্ধে প্রথম সারিতে থেকে যুদ্ধে করে প্রাণ ত্যাগ করা যোদ্ধাদের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়।
কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগে কর্মরত ছিলেন কনস্টেবল সেবাস্তিয়ান খাকা। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হন কলকাতা মেডিক্যাল কলেজে। প্রাণ হারান গত ৬ জুন। আজ এই স্মরণ সভায় তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন নগরপাল অনুজ শর্মা সহ অন্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে প্রয়াত সেবাস্তিয়ানের পরিবারের হাতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে অন্তর্বতী সাহায্য হিসাবে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী আরও দশ লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হবে আগামি সপ্তাহেই।
Social Plugin