রবীন্দ্রনাথ বর্মন, গোসানীমারি, ১২ মে : সকল স্বাস্থ্যকর্মী মানুষের কাছে ঈশ্বরের দেওয়া উপহার এই মনভাব নিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হল গোসানীমারী হাসপাতালে।
আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানানো হয় মঙ্গলবার। তাঁর জন্মদিন ১২ মে যা আন্তর্জাতিক নার্সদিবস হিসাবে পালন করা হয়।
মানবসেবায় অনান্যা দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের এই দিনটি। মানবসেবার মহান ব্রত নিয়ে যাঁরা দিন–রাত মানুষের সেবা করে থাকেন, তাঁরাই নার্স।
রোগীর জন্য একজন ডাক্তারের পরামর্শের চেয়ে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয় নার্সের সেবা। তাই মঙ্গলবার A K S-10(এক জনের সাথে দশ জন) নামের সেচ্ছাসেবী সংগঠনের তরফে গোসানীমারি হাসপাতালের নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের ফুলের বুকে উপহার সহ মিষ্টি মুখ করে তাদের সংবর্ধনা দেওয়া হয় এদিন।
Social Plugin