SER21 দিনহাটা:-আজ বিশ্ব নার্স দিবসে।ডাক্তার দিনহাটা মহুকুমা হাসপাতালের ডাক্তার ও নার্সদের দ্বারা আজ সন্ধা ৬টায় প্রকাশিত হল দুর্নিবার। উপস্থিত ছিলেন দুর্নিবারের প্রকাশক শুভ্রালোক দাস, তিন জন সহঃ সম্পাদক সঞ্জীব কর্মকার, ধৃতিমান দত্ত ও মধুমিতা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্নিবারের সদস্য সৌরভ সাহা, জেম সাহা প্রমুখ।
ম্যাগাজিনের প্রকাশক শুভ্রালোক বাবু জানান আজ করোনার মহামারীতে ডাক্তার,নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তাই ওনাদের সম্মান জানাতে ওনাদের দ্বারাই দুর্নিবারের দ্বিতীয় বর্ষের সপ্তম সংখ্যা টি প্রকাশক করলাম।
দুর্নিবারের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক মহল।
Social Plugin