সারাদেশে চতুর্থ পর্যায়ের লকডাউন, যা চলবে আগামী ৩১ শে মে পর্যন্ত l দেশে করোনা আক্রান্ত এক লক্ষাধিক, মৃতও পাঁচ হাজার ছাড়িয়েছে l গত ২৯ শে মার্চে কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করে যে বিভিন্ন সংস্থা তাঁদের কর্মরত প্রত্যেক কর্মচারীকে পুরো বেতন দিতে হবে এই লকডাউন চলা পর্যন্ত l এই ঘোষণায় বেসরকারী সংস্থাগুলির কর্মীচারীদের মুখে হাসি ফুটেছিল l 

কিন্তু লক ডাউনের চতুর্থ পর্যায়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আবার ঘোষণা করে সংস্থাগুলিকে কর্মচারীদের বেতনের পুরো বেতন অংশ মালিক পক্ষকে দিতে হবে না, মন্ত্রক আগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছে l এই বিজ্ঞপ্তিতে মালিকপক্ষকে স্বস্তি দিলেও কর্মচারীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে l করোনা অবহে এই ঘোষণায় বিপাকে পড়েছেন বহু বেসরকারি কর্মচারী l মালিকপক্ষের দাবী বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন কম ও বন্ধ থাকায় তাঁদের আয়ে ব্যাপক ঘাড়তি হয়েছে, সরকারের এই ঘোষণায় তাঁদের কিছুটা স্বস্তি দিয়েছে l