শনিবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হল unlock phase 1.0। আগামী ৩০শে জুন পর্যন্ত যার মেয়াদ। তবে, লক ডাউন 5.0 চলবে কন্টেইনমেন্ট জোন গুলিতে। কন্টেইনমেন্ট জোন বাদে সারা দেশে চলবে আনলক 1.0। আনলক 1.0-তে বেশ কিছু বিষয় খুলে দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। একদিকে যখন কেন্দ্রের তরফে আনলক 1.0 তখন করোনা আক্রান্তে একধাপ এগিয়ে অষ্টম রাজ্য হিসেবে স্থান করে নিল পশ্চিমবঙ্গ।

শনিবার প্রকাশিত (৩০মে,২০২০) রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য অনুযায়ী- 
  • করোনা- আক্রান্তের সংখ্যার বিচারে রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের স্থান অষ্টম।
  • দেশের ৮ নম্বর রাজ্য বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫,১৩০ জন।
  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার জেরে নতুন করে মৃত্যু হয়েছে ৭ জনের
  • রাজ্যে মোট মৃত ২৩৭।
  • এর বাইরে, কো-মর্বিডিটির কারণে মৃত ৭২ জন।
  • করোনায় রাজ্যে মোট মৃত ৩০৯ জন।
  • গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত ৩১৭ জন।
  • হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরিসংখ্যান বেড়ে হয়েছে ৩৮.৪০ শতাংশ।
  • সুস্থ হয়েছেন ১৯৭০ জন।
  • কলকাতায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে।\
  • করোনায় মৃত ১৫০।
  • কো-মর্বিডিটির কারণে মৃত ৫২ জন।
  • ফলে কলকাতায় মোট মৃত্যু ২০২ জন।
  • কলকাতা বাদ দিলে গোটা রাজ্যের সব জেলা মিলিয়ে করোনাযুক্ত কারনে মৃতের সংখ্যা ১০৭ জন।

স্বাস্থ্য দফতরের তথ্য জানাচ্ছে,

  • শনিবার পর্যন্ত রাজ্যে ১ লক্ষ ৯৪ হাজার ৩৯৭ নমুনা পরীক্ষা করা হয়েছে।
  • গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টেস্ট হয়েছে ৯,৩৪৬টি।
  • এখন রাজ্যে ৪০টি ল্যাবে টেস্ট করা হচ্ছে।
  • সেই সঙ্গে ৬৯ হাসপাতালে ৯২০টি ICU বেড তৈরি রাখা হয়েছে।
  • রাজ্যে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে ৩৯২টি।
এই মুহূর্তে ( 31 May 2020, 08:00 IST) করোনা আক্রান্তে সারাভারতে শীর্ষে থাকা আটটি রাজ্যের আক্রান্তের সংখ্যা- মহারাষ্ট্রে- 65168, তামিল নাডু- 21184 দিল্লী-18549 গুজরাট-16343 রাজস্থান-8617 মধ্যপ্রদেশ-7891 উত্তরপ্রদেশ- 7445 এবং পশ্চিমবঙ্গে-5130 


আর মৃত্যুর সংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গ রয়েছে পঞ্চম স্থানে। মহারাষ্ট্র -2197, গুজরাট-1007, দিল্লী-416, মধ্যপ্রদেশ-343 আর তারপরেই পশ্চিমবঙ্গ। যেখানে কেন্দ্র সরকারের ৩১ মে ২০২০ রিপোর্ট অনুসারে মৃতের সংখ্যা 309.