করোনা মোকাবিলায় মঙ্গলবার জাতির উদ্দ্যেশে ভাষনে দেশবাসীর জন্য ২০ লক্ষ কোটি টাকা 'আত্মনির্ভর' প্যাকেজ ঘোষণা করেন। এনিয়ে বুধবার প্রথম দফার সাংবাদিক বৈঠক করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বৈঠকের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর এই প্যাকেজকে 'অশ্বডিম্ব', টোটালটাই জিরো' বলেই কটাক্ষ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রুপ করে বলেছিলেন, 'অশ্ব ডিম্ব-বিগ জিরো, কাল যে কথা বলা হয়েছিল, তাতে ভেবেছিলাম রাজ্যগুলো হয়তো কিছু পাবে। রাজ্যের সার্বিক উন্নতিতে যা কাজে আসবে। বাস্তবে অশ্বডিম্ব দেখতে পেলাম।' এবার তাঁর পাল্টা দিতে ময়দানে নামলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। 

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য দুঃখজনক বলেই টুইট করলেন রাজ্যপাল। এদিন রা্জ্যপাল টুইটে বলেন, 'প্রধানমন্ত্রীর তরফের এই প্যাকেজ দূরদৃষ্টি সম্পন্ন যুগান্তকারী প্যাকেজ। অর্থনীতি এবং ছোট ব্যবসার জন্য দারুণ হিতকারী। COVID-19-এর সুরঙ্গ পথ পেরিয়ে আশার আলোকরশ্মির বন্যা দেখা যাবে। মুখ্যমন্ত্রীর নেতিবাচক অবস্থান দুঃখজনক। পশ্চিমবঙ্গের পক্ষে ভাল নয়। চক্রান্তকারী নিষ্ক্রিয় হোক-নজর স্বাস্থ্য পিডিএস এবং পরিযায়ীদের সমস্যার উপর।'