মুক্তিতে মানুষের মন কেড়েছে অভিনেতা জয়জিৎ ব্যানার্জি পরিচালিত ছোটো গল্প

বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। এতদিন মানুষ মানুষকে বলে এসেছে একথা। কিন্তু এবারে অভিনেতা জয়জিৎ ব্যানার্জি নতুন বার্তা দিলেন তার পরিচালিত একটি ছোটো গল্পে। অভিনেতা থেকে খেলোয়াড় সবাই অংশগ্রহণ করেছেন এই ভিডিওটিতে। গল্পের বিষয় ছিল অবজেক্ট এবারে মানুষকে বলছে বাড়ি থেকে বাইরে না যেতে। হ্যাঁ, ঠিক এমন একটি সুন্দর গল্প উপহার দিল অভিনেতা দর্শকদের। মুক্তিতে বেশ সারা মিলেছে দর্শকদের থেকে। তবে আমরা কতটা সতর্ক নিজেদের জীবন নিয়ে। অভিনেতা জয়জিৎ ব্যানার্জি নিজেই ভিডিও তে বলেছেন বাড়ির বাইরে না যেতে। 

গল্পটিতে করেছেন অভিনেতা বিশ্বনাথ বসু, চন্দানী সাহা, রনদেব বোস, উষানী রায়, গৌরব রায়চৌধুরী, সন্দীপ্তা সেন, ভাবনা ব্যানার্জি, সিলটন পাল, মেহতাব হোশেন, যশোজিৎ ব্যানার্জি, জয়জিৎ ব্যানার্জি প্রমুখ।