করোনা আবহে আরও একবার রেশন ব্যবস্থা নিয়ে সরব হলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনেকড়। গোঁড়া থেকেই রাজ্যের রেশন ব্যবস্থা রাজনীতি করণ করা হচ্ছে বলে অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। শনিবার বাংলাতেই পরপর দুটি টুইট করেন। কার্যত এবার রাজ্যের রেশন ব্যবস্থা যাতে রাজনীতি মুক্ত হয় সেই বিষয়ে সওয়াল করেছেন রাজ্যপাল।
টুইটে তিনি বলেন, "আপনার রাজ্যপাল আপনার সেবক। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ৪,৭৮ হাজার মেট্রিক টন বিনামূল্যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছেন।কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন দিচ্ছে। জনপ্রতি মাসিক পাঁচ কেজি চাল এবং পরিবারপ্রতি মাসিক এক কেজি ডাল।"
অপর একটি টুইটে তিনি লেখেন, "রেশন ব্যবস্থাকে রাজনীতির বন্ধন থেকে মুক্ত করতে হবে। আধিকারিকদের অরাজনৈতিকভাবে কাজ করতে হবে। অবৈধ মজুতদারদের আটকাতে এবং কালোবাজারি হাঙ্গরদের তাড়াতে হবে। গরিব মানুষ যাতে সঠিক মাত্রায় সঠিক গুণমানের রেশন বিনামূল্যে ন্যায্য ভাবে পান তা নিশ্চিত করুন।"আপনার রাজ্যপাল— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 9, 2020
আপনার সেবক
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে 4,78,000 মেট্রিক টন চাল বিনামূল্যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছেন।
কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন দিচ্ছেন: জনপ্রতি মাসিক 5 কেজি চাল এবং পরিবারপ্রতি মাসিক 1 কেজি ডাল (1/2)
आपका राज्यपाल— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 9, 2020
आपका सेवक
Need to get PDS out of political cage;
Officials must act non politically;
Check diversion and black marketeer sharks away;
Ensure free ration to poor in correct quality and quantity in fair manner. (2/2A)
Social Plugin