NASA is working with Tom Cruise to shoot a film in space

হলিউড অভিনেতা টম ক্রুজের (Tom Cruise) পরবর্তী ছবির শুটিং হতে চলেছে মহাকাশে। এই তথ্য প্রকাশ্যে আসতেই  অভিনেতার অনুরাগীরা স্বাভাবিক ভাবেই চরম উত্তেজনায়। যদিও এই তথ্য শোনার পর  অনেকেই প্রথমে অবাক হয়েছিল। কেউবা গুজব বলেও এড়িয়ে গেছে- তবে  টম ক্রুজের পরবর্তী ছবির শুটিং লোকেশন নিয়ে এতদিন যতরকমের সন্দেহ ছিল  তা দূর করে দিল নাসার প্রশাসক জিম ব্রাইডেন্সটাইন।  এক টুইট বার্তায় এই ঐতিহাসিক মুহূর্তকে নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেছেন, “ মহাকাশ স্টেশনে অভিনেতা টম ক্রুজের সঙ্গে ছবিতে কাজ করার জন্য বেশ উত্তেজিত নাসা। নাসার উচ্চাকাঙ্খী প্ররিকল্পনার বাস্তবায়নের জন্য নতুন প্রজন্মের ইঞ্জিনিয়র ও বিজ্ঞানীদের প্রয়োজন। আর যাঁদের অনু্প্রাণীত করার জন্য আমাদের একটা জনপ্রিয় মিডিয়া প্রয়োজন।”