Latest News

6/recent/ticker-posts

Ad Code

jio-র পর এবার vodafone ! আপনিও পেতে পারেন 2GB DATA একদম FREE

জিও-র ২ জিবি ডেটা ফ্রি এর ঘটনা সামনে আসার পরই এবার চমক ভডাফোনেও। সম্প্রতি বেশ কয়েকজন ভোডাফোন গ্রাহক ট্যুইটারে জানিয়েছেন- যে তারা প্রতিদিন 2 জিবি হাই স্পিডের ডেটা পেয়েছে এবং অতিরিক্ত রিচার্জ ছাড়াই তাদের নম্বরগুলিতে আনলিমিটেড কলিং অ্যাক্টিভেট হয়েছে।

এ বিষয়ে ভোডাফোন সংস্থাটি কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি  তবে ব্যবহারকারীরা জানিয়েছেন যে ফ্রি প্যাকটি সাত দিনের জন্য বৈধ। 


কীভাবে এই অফারের জন্য ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীদের বাছাই করা হয়েছে বা  যোগ্যতার মানদণ্ড কি তা পরিষ্কার নয়।

তবে ভোডাফোন গ্রাহকদের কাছ থেকে জানা গেছে যে ভোডাফোন আইডিয়া কানেকশন থেকে 121363 ডায়াল করে গ্রাহক জেনে নিতে পারবেন যে তিনি এই অফারের যোগ্য কিনা। 


তাহলে আর দেরি কেন? এখনি দেখে নিন, আপনার নাম্বারেও এই অফারটি রয়েছে কিনা। 

Ad Code