Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাড়িতে ফিরলেন পাঞ্জাব পুলিশের এসআই হরজিৎ সিং

credit:jagaran

অমৃতসর:  পাঞ্জাবের পাতিওয়ালার সব্জি মান্ডিতে প্রতিদিনের মতোই নাকা চেকিং করছিলো পাঞ্জাব পুলিশ, এক ছোট গাড়ি চালক চেকিং উপেক্ষা করে বেড়িকেট ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, পুলিশ কর্মীরা কোনো মতে তাকে আটকায় l হঠাৎ গাড়ি থেকে নেমে সেই চালক তলোয়ার বেড় করে চড়াও হয় এক পুলিশকর্মীর উপর, পুলিশ কর্মীর ডান হাতে তলোয়ার দিয়ে আঘাত করে l গুরুতর আহত অবস্থায় পুলিশ কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অস্ত্রপাচার হয় l 

লকডাউনের নিয়ম লঙ্ঘন করে নিহঙ্গাসের আক্রমণে যার হাত কেটেছিল পাঞ্জাব পুলিশের এসআই হরজিৎ সিংকে গতকাল হাত মিলিয়ে পিজিআই থেকে ছাড় দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি পটিয়াটালায় তাঁর বাড়িতে পৌঁছান। উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা ও জওয়ানরা ব্যান্ডের সাথে ফুল বৃষ্টি করে তাকে স্বাগত জানান।

পাঞ্জাবের সিএম ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইট করে জানান- হরজিৎ সিংকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি পিজিআইয়ের ডাক্তার, কর্মী এবং নার্সদের তাদের ভাল যত্নের জন্য ধন্যবাদ জানাতে চাই। 




Ad Code