লক ডাউনের জেরে আটকে থাকা ভারতীয় দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে প্রায় ১৪ হাজার ৮০০ ভারতীয়কে বিদেশ থেকে ফেরানোর কাজ একযোগে শুরু করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ এবং বিদেশ মন্ত্রক। বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর এই পদক্ষেপের পোশাকি নাম 'বন্দে ভারত মিশন'। ধাপে ধাপে 'বন্দে ভারত মিশন' - এর প্রথম পর্যায়ের এই কর্মকাণ্ড চলবে ১৫ মে পর্যন্ত।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, আমেরিকা, ব্রিটেন ছাড়াও বাংলাদেশ, সিঙ্গাপুর, ফিলিপিনস, মালয়েশিয়া, ইউএই, কাতার, সৌদিআরব, বাহরিন, কুয়েত, ওমানে আটকে পড়া ভারতীয়দের ফেরানো হবে। সাত দিনে 'বন্দে ভারত মিশন'-এ মোট ৬৪টি ফ্লাইট এই কাজ করবে বলেই জানা গেছে।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, আমেরিকা, ব্রিটেন ছাড়াও বাংলাদেশ, সিঙ্গাপুর, ফিলিপিনস, মালয়েশিয়া, ইউএই, কাতার, সৌদিআরব, বাহরিন, কুয়েত, ওমানে আটকে পড়া ভারতীয়দের ফেরানো হবে। সাত দিনে 'বন্দে ভারত মিশন'-এ মোট ৬৪টি ফ্লাইট এই কাজ করবে বলেই জানা গেছে।
দুবাই থেকে ৩০০-রও বেশি যাত্রী নিয়ে ভারতে এল দুটি বিমান। আরবে আটকে পড়া ১৭৭ জন ভারতীয়কে দুবাই বিমানবন্দর থেকে কেরলে নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান।
অপর একটি বিমান দুবাই থেকে কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ শিশু-সহ ১৮২ জন যাত্রী নিয়ে ফিরল।#WATCH Kerala: An Air India Express flight, that took off from Dubai International Airport with 177 Indians on board earlier today, has landed at Kozhikode International Airport. #VandeBharatMission pic.twitter.com/SLGgPiU0za— ANI (@ANI) May 7, 2020
#WATCH: First repatriation Air India Express flight from Abu Dhabi lands at Cochin International Airport in Kerala. #VandeBharatMission pic.twitter.com/6CoZMXtJx4— ANI (@ANI) May 7, 2020
Social Plugin