লক ডাউনের জেরে যেমন দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ তেমনি পশ্চিমবঙ্গেও আটকে রয়েছে বহু ভিন রাজ্যের মানুষ। তাঁদের কথা ভেবেই চালু হল ই-পাস। পুলিশ জানিয়েছেন,পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে যাওয়ার জন্য অথবা বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসবার জন্য 'এগিয়ে বাংলা' ওয়েবসাইট থেকে ই-পাস সংগ্রহ করতে বলা হয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ও এসএমএস-এর মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে। এ ছাড়া কন্ট্রোল রুমেও সরাসরি যোগাযোগ করা যাবে।
ওয়েবসাইট গুলি হল-
হোয়াটসঅ্যাপ- ৮০১৭৮৪৫৫৫৫
এই নম্বরে নিজেদের সম্পর্কে সবিস্তার তথ্য দিয়ে নাম রেজিস্ট্রি করাতে পারবেন।
এসএমএস - ৫১৯৬৯
বর্তমান ঠিকানার পিন কোড, বাড়ির ঠিকানার পিন কোড, কত জন ব্যক্তি রয়েছেন তার সবিস্তার তথ্য জানাতে হবে। এসএমএস করার ফরম্যাট- WB<Space>COVID<Space>source pincode<Space>destination pincode<Space>no of passengers( in two digits)
কন্ট্রোল রুম নম্বরগুলো হল— ০৩৩-২২১৪১৯৯৫/২২১৪৩৫২৬।
দেওয়া হয়েছে একটি টোল ফ্রি নম্বরও । টোল ফ্রি নম্বরটি হল ১০৭০।
Social Plugin