নীরবে ত্রাণ বিলি ও সামাজিক সচেতনতার কাজ চলেছে UUPTWA, টিম নদীয়া

গৌতম সাহা,নদীয়াঃ

পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের দাপট অব্যাহত।লকডাউনে মানুষ আজ গৃহবন্দি।কেবল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, চিকিৎসা বা একান্ত প্রয়োজনে মানুষ বাইরে বার হচ্ছেন।সমস্ত কাজকর্ম, ব্যাবসা-বানিজ্য আজ স্তব্ধ।এদিকে করোনা পরবর্তী সময়ে নিদারুন সমস্যায় রয়েছেন গ্রামগঞ্জের আসহায় মানুষজন।প্রায় দিনই অর্দ্ধাহারে কাটাতে হচ্ছে তাদের।

এরকম অসহায় মানুষের পাশে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে দিনের পর দিন হাজির হয়ে চলেছেন UUPTWA, টিম নদীয়া।

এই সংগঠনের সদস্যরা টিম বর্ধমানের সক্রিয় উস্থিয়ান অমিতাভ গড়াই এর মাধ্যমে স্থানীয় বাসিন্দা রাজুগোপাল ঘোষ নামে এক যুবকের কাছ থেকে খবর পান নদিয়ার জেলার নবদ্বীপের মাজদিয়া - পানশীলা পঞ্চায়েতের নতুন ঘোলাপাড়া গ্রামের প্রায় 40 টি পরিবার খুব অসহায় হয়ে দিন গুজরান করে চলেছেন।চাল,গমের মতো কিছু সরকারী সাহায্য পেলেও নিত্যপ্রয়োজনীয় জিনসপত্র তাদের কাছে নেই।তাই এরকম কিছু খাদ্য সামগ্রী  তাদের দিয়ে সহায়তা করলে খুবই ভালো হয় কারণ ওনারা কর্মহীন হয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছেন।হাতে বিশেষ টাকা পয়সাও নেই।
এই খবর পেয়েই টিম নদীয়ার উস্থিয়ানরা এই জেলার অন্তর্গত কৃষ্ণনগর সদর IV চক্রের হাঁসখালী ইস্ট ও কৃষ্ণগঞ্জ চক্রের সহযোগিতায় এবং নদীয়া জেলা কমিটির তত্বাবধানে ওই গ্রামে সাহায্য নিয়ে দ্রুত পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
আজ ত্রাণ বন্টণের সেই মহান কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করলেন।তবে সরকারী সাহায্যে প্রাপ্ত রেশনের চালের জোগান যথেষ্ট থাকায় ত্রাণের মধ্যে চিড়ে, মুড়ি,সোয়াবিন, আলু,চিনি,লবন,হলুদ,বিস্কুট ও সাবানের প্যাকেট সেই দ্ররিদ্র ও অসহায় মানুষের হাতে তুলে দেন তারা।এই কাজে তাদের সঙগে স্থানীয় মানবদরদী কয়েকজন যুবকও হাত মেলান ও তাদের নিজ উদ্যোগে প্রতিটি পরিবারকে তিনটি করে ডিম দেন।এই কাজে গ্রামের গোটা কয়েক শিক্ষিত যুবক দায়িত্ব নিয়ে তাদের সহোযোগীতা করেন।ত্রাণ নিতে আসা মানুষদের কেউ কেউ
অনাবৃত মুখে আসলে তাদেরকে তারা মাস্ক পরিয়ে দেন এবং সচেতন হতে বলেন।সংগঠনের সদস্য শিক্ষকরা covid 19 সম্পর্কে বিশদে তাদেরকে জানান ও সাবধানতা অবলম্বন করে চলতে অনুরোধ করেন।তাছাড়া এই রোগের মোকাবিলায় তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন।উপস্থিত সংগঠনের সদস্যরা জানান বিগত মাস থেকেই তারা এই রকম কাজ করে আসছেন।শুধু এই জেলাতেই নয় তাদের সংগঠন অনবরত সারা পশ্চিমবঙগ জুড়ে অসহায় মানুষের জন্য এই কাজ করে চলেছেন। আগামীদিনে এই অসময়ে আরো বেশী বেশী গ্রামের অসহায় মানুষের কাছে পৌছে গিয়ে এরকম সামাজিক দায়িত্ত্ব পালন করতে চান।