লকডাউন প্রেমের সম্পর্কে কীভাবে পরিবর্তন আনলো তাই নিয়ে অমৃতের সন্ধানে


হঠাৎ করেই পৃথিবী বদলে গেলো। গৃহবন্দী হতে হলও সবাইকে। বদলে গেলো জীবনের চেনা পরিচিত ছক। ব্যক্তিগত জীবন থেকে সমাজের বিভিন্ন সম্পর্কের মধ্যেও এর প্রভাব পড়তে শুরু করেছে।

শৌর্য আর অনুর সম্পর্কেও লকডাউন গভীর প্রভাব ফেলে। প্রেমের সম্পর্কে কীভাবে লকডাউন প্রভাব ফেললো কিংবা লকডাউনকে ঘিরে মানুষ মানুষের পাশে আসতে গিয়ে কীভাবে নতুন সম্পর্কে জোড়ালও সেই কাহিনী  চয়ন চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'অমৃত সন্ধানে'। 

অভিনয়ে কারিমপুরের জনপ্রিয় নাট্যকার পিয়াসি বিশ্বাস, উৎস চন্দ, অনুস্কা সাহা এবং সর্নালি কুন্ডু।
সহযোগিতায় শৈবাল চক্রবর্তী, দেব সরকার এবং অনিন্দ্য সরকার।

মুক্তিপাবে আর কিছু দিনের মধ্যে।  সম্পুর্ন নিজের নিজের ফোনের মাধ্যমে বাড়িতে বসেই ভিডিও করা। 
তরুন পরিচালক জানিয়েছেন-" এভাবে ফিল্ম বানানোতে  নতুনত্ব যেমন ছিল তেমনি অবশ্য মজারও, ঘরে বসে থেকে ডিরেকশন দিয়ে এবং অভিনেতা অভিনেত্রীদের অভিনয় ঠিক করা । তবে খুব  অসুবিধা হয়নি।"