উত্তরের গুণী সুজন আবৃত্তিকার দীপঙ্কর দত্ত 
শুভাশিস দাশ 


উত্তরের বাচিক শিল্পের এক অন্যতম নাম দীপঙ্কর দত্ত । কণ্ঠের জাদুতে শ্রোতাদের টেনে রাখেন ঘণ্টার পর ঘণ্টা যে কোন অনুষ্ঠান মঞ্চে। 

অনুষ্ঠান সঞ্চালনার ক্ষেত্রেও তাঁর জুড়ি মেলা ভার । শৈশব থেকেই আবৃত্তির প্রতি একটা ঝোঁক ছিলই । পারিবারিক উত্সাহ তাঁকে অনেকটা এগিয়ে দিয়েছে । কৈশোরে এসে একেবারে ডুবে যান আবৃত্তি চর্চায় । তারপর সেই যে পথ চলা । 

স্কুল কলেজের পাঠ নিতে নিতেই অনেক পুরস্কার তাঁর ঝুলিতে উঠেছিল । 

তাঁর হাতে গড়া আবৃত্তি চর্চা কেন্দ্র ছান্দসী এখন এক বড় আবৃত্তির চর্চার স্থল । এই চর্চা কেন্দ্র থেকে অনেক আবৃত্তি শিল্পী রাজ্যে জায়গা করে নিয়েছে । 

কর্ম জীবনে তিনি স্কুলের শিক্ষক । এই শিক্ষকতার পাশাপশি তিনি নিজেকে ডুবিয়ে রেখেছেন সংস্কৃতির আঙিনায় তাঁর বাচিক শিল্পী সত্বা দিয়ে । 

স্থানীয় একটি চ্যানেলে তিনি সংবাদ পাঠ করেন । দীপঙ্কর দত্ত এগিয়ে চলুক তাঁর কণ্ঠের জাদু ছড়িয়ে এই কামনা আমাদেরও ।