Latest News

6/recent/ticker-posts

Ad Code

UNLOCK PHASE 1- সাধারন মানুষের জন্য নির্দেশিকা জেনে নিন এক নজরে


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শনিবার পঞ্চম দফার লক ডাউন ঘোষণা করা হয় যা শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনে জারি হয়েছে, এছাড়া সারা দেশে ধীরে ধীরে স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র যা আনলক ফেজ ১ বলা হয়েছে। আনলক ফেজ ১-এও জনগণের উদ্দ্যেশে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। 

নির্দেশিকা গুলি হল- 
  • পাবলিক প্লেস ও কর্মক্ষেত্রে অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করতে হবে। 
  • অবশ্যই মানতে হবে সামাজিক দূরত্ব। 
  • সামাজিক দূরত্বের সীমা ৬ ফুট বা ২ গজ। 
  • দোকান গুলিকে কাস্টমারের শারীরিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি, এক সঙ্গে ৫ জনের বেশি কাস্টমার নিষিদ্ধ। 
  • একসাথে বেশি মানুষের জমায়েত এড়াতে বলা হয়েছে। 
  • বিয়েতে ৫০জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা। 
  • শেষকৃত্য ২০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা। 
  • প্রকাশ্যে থুতু ফেলা রাজ্যের নিয়ম বিধি মেনে ফাইন দিতে হবে। 
  • জনসমক্ষে গুটকা, পান খাওয়া, ধূমপান নিষিদ্ধ। 
  • অফিস, দোকান, কাজের প্লেস, বাজার, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবসায়ের সময় অনুসরণ করা হবে। 
  • কমন এড়িয়া, প্রবেশ ও বাহির পথে থার্মাল স্ক্যানিং, স্যানিটাইজার রাখতে হবে। 
  • কর্মক্ষেত্র সহ মানুষের সংস্পর্শে আসা সকল স্থান স্যানিটাইজিং করতে হবে।.

Ad Code