Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত মিলতেই তড়িঘড়ি পদক্ষেপ ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের

pic source: social media
দিনের পর দিন গড়াচ্ছে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও প্রথম থেকে সবুজ জোনেই রয়েছে কোচবিহার। ধীরে ধীরে শিথিল হতে করে লক ডাউন, খুলছিল দোকান- পাঠ। এদিকে ঘরে ফিরছে পরিযায়ী শ্রমিকেরা, বাড়ছিল উদ্বেগ। সকলের মনেই একটু ভয়ের রেশ চলছিল। আর সেই ভয়ই হল সত্য। একদিনেই কোচবিহারে করোনা আক্রান্তের সংখ্যা ৩২। এই ঘটনা সামনে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ নিতে শুরু করলো লোকাল প্রশাসন। যদিও, রাজ্য ও কেন্দ্রের তরফে ধীরে ধীরে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে, কিন্তু লোকাল প্রশাসন একটু নড়েচড়ে বসে নতুন নির্দেশাবলী জারি করছে এলাকায়। এদিন, ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের তরফেও একটি নির্দেশিকা জারি করা হয়েছে। 

নির্দেশিকা অনুযায়ী- 

  • সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার সম্পূর্ণ হাট বাজার বন্ধ থাকবে। 
  • রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত দোকান খোলা থাকবে। 
  • মাছ, মাংস, শাক সব্জি, ফল ক্রয় বিক্রয় বন্ধ থাকবে। রাস্তার মোড়ে একক ভাবে দোকান খোলা যাবে। 
  • সেলুন বন্ধ থাকবে। 
  • সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। 
  • কাপড়ের দোকান বুধবার ও শনিবার ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে। 
  • ঔষধের দোকান প্রতিদিন খোলা থাকবে।   

Ad Code