Latest News

6/recent/ticker-posts

Ad Code

অর্থনীতির বড় অংশটি উন্মুক্ত হওয়ায় আরও বেশি সচেতন হওয়া জরুরি- প্রধানমন্ত্রী


রবিবার 'মন কি বাত' এর ৬৪ তম সম্প্রচারে জাতির উদ্দ্যেশে ভাষণ দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড-১৯ সংক্রমণের কারণে দেশের পরিস্থিতির ওপরই বেশি মনোনিবেশ করেছেন মোদি। এই লকডাউনের সময়ে গরিব, পরিযায়ী ও দুর্গতদের সাহায্য করার আহ্বান জানান তিনি। পাশাপাশি, করোনার বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব ও আরোগ্য সেতু অ্যাপের ব্যবহারের গুরুত্ব নিয়েও বলেন তিনি। তিনি জানালেন, যেহেতু অর্থনীতির বিরাট অংশ উন্মুক্ত করা হয়েছে, তাই আরও সতর্ক হতে হবে সকলকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘শেষবার যখন আমি কথা বলেছি‌লাম তখনও যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ ছিল। কিন্তু এখন সব নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের বিষয়ে আমাদের অমনোযোগী হওয়া উচিত নয়। সামাজিক দূরত্ব ও অন্যান্য প্রোটোকলকে একই ভাবে মেনে চলতে হবে আমাদের।''

তিনি এদিন আরও বলেন, ‘হ্যাঁ, আমরা বহু কম জনসংক্যার দেশের তুলনায় আমাদের দেশে করোনাকে নিয়ন্ত্রণ করতে অনেকাংশেই সফল হয়েছি।''

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code