করোনা সংক্রমণ রুখতে এই কঠিন পরিস্থিতিতে লক ডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র। লক ডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ যান চলাচল, অযথা ঘোরাফেরা। সরকারি নির্দেশ মেনে বেশিরভাগ মানুষ গৃহবন্দি অবস্থায় দিন কাটালেও কিছু মানুষ ভাঙছে নিয়ম। বিভিন্ন জায়গায় হেনস্তার স্বীকার হয়েছে নার্স, ডাক্তার, পুলিশকর্মী। এমনি একটি ঘটনা ঘটেছে পাঞ্জাবের জলান্ধরে। সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক প্ল্যাটফর্মে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লকডাউন এর নিয়ম ভেঙে গাড়ি নিয়ে বেরিয়েছিল ওই যুবক। জলন্ধর মোড়ের কাছে এক পুলিশ আধিকারিক তার গাড়ি আটকানোর চেষ্টা করেন। কিন্তু, ওই যুবক সজোরে গাড়ি চালিয়ে দেয় ও বনেটের উপর ফেলে বেশ কিছুটা দূরে টেনে নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়ে গেছে। ছড়িয়েছে উত্তেজনা। সকলেই সেই চালকের শাস্তির দাবি করছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তা আটকানোর জেরে এক পুলিশ আধিকারিককে গাড়ির বনেটের উপর ফেলে বেশ কিছুটা দূরে টেনে নিয়ে গেল এক যুবক। তৎক্ষণাৎ, অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে। জলন্ধরে পুলিশকর্মীকে হেনস্তার ঘটনার তদন্ত চলছে বলেই জানা গেছে।