করোনা সংক্রমণ ধীরে ধীরে ত্রাসের আকার ধারন করেছে বিশ্বে। দ্বিতীয় দফার লক ডাউন ৩রা মে শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তৃতীয় দফায় ১৮ই মে পর্যন্ত লক ডাউন জারি থাকবে বলে ঘোষণা করার আগেই নতুন পদ চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন শাখার সেনাপ্রধানকে একসঙ্গে সাংবাদিক সম্মেলনে কথা বলতে দেখা গেল।
চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও অন্যান্য করোনা-যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে রবিবার দেশের হাসপাতালগুলির উপরে আকাশপথ থেকে পাপড়ি বর্ষণ করবে সেনা (Armed Forces)। আলোকসজ্জায় সজ্জিত করা হবে জাহাজগুলিকে। শুক্রবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।
জেনারেল বিপিন রাওয়াত জানান, ‘‘আমরা আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই প্রত্যেক করোনা যোদ্ধা এবং দেশের সমস্ত নাগরিককে। ৩ মে সেনাবাহিনীর তিন শাখার তরফ থেকে বিশেষ সম্মান প্রদর্শন করা হবে।'' তিনি আরও বলেন, ‘‘দেশ একত্রে সংঘবদ্ধ হয়েছে। এই সঙ্কট থেকে বেরিয়ে আসার সংকল্প দেখিয়েছে। আমাদের দেশে, সকলেই জানেন দেশের বিষয়ে সকলকে সংঘবদ্ধ হতে হয়।''
আকাশপথে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং উত্তর-পূর্বের অসম থেকে গুজরাতের কচ্ছ পর্যন্ত পাড়ি দেবে বলে জানিয়েছেন তিনি। এই বিশেষ সম্মান প্রদর্শনের অন্যতম হল বায়ুসেনার ‘ফ্লাই পাস্ট'। অধিকাংশ জেলার হাসপাতালের সামনে সেনাবাহিনীর তরফে ব্যান্ড বাজানো হবে
WATCH Playout: Chief of Defence Staff General Bipin Rawat and the three Service Chiefs brief the media in Delhi (part 1/2) https://t.co/N5k9Irs6h0— ANI (@ANI) May 1, 2020
Social Plugin