Latest News

6/recent/ticker-posts

Ad Code

টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ ২৮ মে, সব দেশের শীর্ষকর্তাদের নিয়ে অনলাইন বৈঠক ICC এর

টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ ২৮ মে, সব দেশের শীর্ষকর্তাদের নিয়ে অনলাইন বৈঠক ICC এর

করোনার জেরে স্থগিত হয়ে যাওয়া টি-২০ ক্রিকেট বিশ্বকাপ কি হতে চলেছে? বহু প্রতীক্ষিত সেই উত্তর মিলতে পারে আগামী ২৮ মে ICC এর ডাকা বৈঠকে। সূত্রের খবর আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাঠে অনুষ্ঠিত হতে চলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপই সেদিনের বৈঠকের মূল আলোচ্য বিষয়। অংশগ্রহণকারী সব দেশের বোর্ডকর্তাদের নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক ICC অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন। 

সব দেশের শীর্ষ কর্তারা হয়তো যে যাঁর বাড়ি থেকেই যোগ দেবেন। সব দেশের বোর্ডের কাছেই মতামত চাওয়া হবে। কোন দেশে করোনা নিয়ে কী পরিস্থিতি, অক্টোবরের মধ্যে নিষেধাজ্ঞা ওঠার সম্ভাবনা আছে কি না, উড়ান চলাচল কবে স্বাভাবিক হতে পারে, এসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ভারতীয় বোর্ডের প্রধান মুখ হিসেবে কলকাতা থেকে ভিডিয়ো বৈঠকে হয়তো থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই আইসিসি বৈঠকে খুবই জোরালো হয়ে উঠতে পারে সৌরভ এবং ভারতীয় বোর্ডের বক্তব্য। করোনা-উত্তর পরিস্থিতিতে সব দেশই এখন ভারতের দিকে তাকিয়ে। কারণ, নজিরবিহীন এই মন্দার বাজারে ক্রিকেট কোষাগার ভরার অভিযানে প্রধান ভরসা বিরাট কোহালিরাই।

Ad Code