ডোমকল পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ
জাহাঙ্গীর আলম, মুর্শিদাবাদ: গোটা বিশ্ব করোনা থাবায় স্তম্ভিত। এমত অবস্থায় সারা দেশে চলছে লকডাউন। এই লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ক্লাব, সংস্থা ও জনপ্রতিনিধিরা। এই লকডাউনের মাঝেই আজ ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদ- উল- ফিতর। লক ডাউনের জেরে এবার ঘরেই করতে হচ্ছে খুশির ঈদ। ঈদ গাহ, কোলাকুলি, করমর্দন কোনোটাই এবার নেই।
ডোমকল পৌরসভার চেয়ারম্যান জফিকুল ইসলাম মহাশয় এর উদ্যোগে এবং নেতৃত্বে লকডাউনের বিধি মেনেই ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করলেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কথা চিন্তা করে আজ ডোমকল পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হলো। প্রায় ৫৫০০ জন পরিবারকে শাড়ি, লুঙ্গি, চাল, তুলে দেওয়া হলো। এসব খাদ্য সামগ্রী পেয়ে সাধারণ মানুষ বেশ খুশি।
Social Plugin