করোনা সংক্রমণ রুখতে সারা দেশে চলছে লক ডাউন। একদিকে যখন কর্মহীন মানুষ অন্যদিকে বহু লোক রাজ্যের বাইরে কর্মসূত্রে আটকে আছে। এমন পরিস্থিতিতে দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সংঘঠন। 

এদিন, ঝাড়খন্ড থেকে হেঁটে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সাহায্যের হাত বাড়িয়ে দিল সুভাষপল্লী উদ্বাস্তু উন্নয়ন। সুভাষপল্লী উদ্বাস্তু উন্নয়নের ঘরে দুদিন আশ্রয় দেওয়া হ্য তাঁদের। পাশাপাশি, চাল, ডাল, সয়াবিন, নুন, হলুদ, লংকা, চিনি দিয়ে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই উন্নয়ন সংগঠন। এরপর, তাঁদের বাসে করে কালনা বোলপুর কাটোয়া রায়নায় পাঠানো হয়। 

সোমনাথ লাহা জানান, হাজারিবাগ থেকে হেঁটে হেঁটে এসেছে তারা। পরে, তাঁদের বাসে করে কালনা বোলপুর কাটোয়া রায়নায় পাঠানো হয়।