করোনার কড়াল গ্রাস, বিধ্বস্ত রাষ্ট্র থেকে সাধারন জনজীবন। সংক্রমণ রুখতে জারি হয়েছে লক ডাউন। লক ডাউন। লকডাউনের হাফ সেঞ্চুরিতে নাভিশ্বাস প্রায় সকলের। করোনায় জীবিকাহারাদের দুবেলা একমুঠো আহার প্রদানের চেষ্টা কেন্দ্র থেকে রাজ্য সকলের। সরকারের পাশাপাশি করোনা পরিস্থিতির জেড়ে বিপাকে পরা মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আলিপুরদুয়ার রেলওয়ে'র মেকানিক্যাল বিভাগের সিনিয়র টেকনিশিয়ান সুকান্ত বড়ুয়া। 

সুকান্ত বড়ুয়া নিজ উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে রাঙামাটি, সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও আলিপুরদুয়ার জংশন এলাকার প্রায় 85 জন দুস্থ মানুষকে বৃহস্পতিবার চাল, আলু, পেঁয়াজ,গাজর,স্কোয়াশ, তেল, চিড়া, সোয়াবিন, বিস্কুট,সাবান সহ শিশুদের হরলিক্স সাহায্য হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি, এদিন 15 টি মাস্কও তাঁরা বিলি করেছেন তিনি।

দুঃসময়ে এই মহৎ উদ্যোগকে সাফল্য এনে দিতে সুকান্ত বাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দেন রাজেশ লাকরা, হেনজন লামা, উত্তম বড়ুয়া, বুবাই বড়ুয়া, কোয়েল রায়,কল্যাণ বড়ুয়া সহ একাধিক সহৃদয় ব্যাক্তিগন। 

দুস্থ মানুষদের সাহায্য করতে পেরে নিজেদের তৃপ্ত লাগছে বলে জানান সুকান্ত বড়ুয়া। ভবিষ্যতে সুযোগ পেলে তারা এরকম কাজ আরও করতে চান বলেও জানান তিনি। পাশাপাশি, সাহায্য পেয়ে বেশ খুশি প্রাপকরাও।